Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কাউনিয়ারচর এম.এল উচ্চ বিদ্যালয়
বিস্তারিত

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন ১নং ডাংধরা ইউনিয়নের প্রাণকেন্দ্রে একটি মনোরম পরিবেশে কাউনিয়ারচর এম.এল উচ্চ বিদ্যালয় অবস্থিত। তৎকালীন সময়ে অত্র ডাংধরা ইউনিয়নের কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকার অত্যান্ত গুণীজন ও শিক্ষানুরাগী ব্যক্তি মরহুম মোয়াজ্জেম মাষ্টারের নেতৃত্বে মরহুম জামাল উদ্দিন চেয়ারম্যান, মুরহুম বদিউজ্জামান চেয়ারম্যান, মুরহুম আহদুল্লাহ হাজী মরহুম মহর উদ্দিন হাজী এবং মরহুম হযরত আলী দেওয়ানী সহযোগিতায় ও ঐকান্তিক প্রচেষ্টায়, ১৯৫৯ইং সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। অত:পর  ধাপে ধাপে উন্নীত বেয়ে বর্তমানে মহুমুখী বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টির পাঠদান কার্য়ক্রম চলছে। বর্তমানে সুযোগ্য স্কুল ম্যানেজিং কমিটি ও শিক্ষক মন্ডলীর সারবিক তত্বাবধানে শিক্ষা প্রতিষ্ঠাটি লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে ও অত্র এলাকায়সবোর্চ্য স্থান দখলে সক্ষম হয়েছে।