০১নং ডাংধরা ইউনিয়নের সববৃহৎ জামে মসজিদ কাউনিয়ারচর বাজার জামে মসজিদ। তৎকালীন সময়ে ব্যক্তিগন মরহুম মোয়াজ্জেম মাষ্টারের নেতৃত্বে মরহুম জামাল উদ্দিন চেয়ারম্যান, মুরহুম বদিউজ্জামান চেয়ারম্যান, মুরহুম আহদুল্লাহ হাজী মরহুম মহর উদ্দিন হাজী এবং মরহুম হযরত আলী দেওয়ানী সহযোগিতায় ও ঐকান্তিক প্রচেষ্টায়, কাউনিয়ারচর বহুমুখী উচ্চ বিদ্যালয় স্থাপনের একই সাথে ১৯৫৯ইং সালে কাউনিয়ারচর বাজার জামে মসজিদটিও প্রতিষ্ঠিত হয়। একই সঙ্গে অনেক মুসুলি একসাথে নামাজ আদায় করে থাকে। মসজিদটি কারুকাজে সুন্দর বেষ্টিত বিধায় অনেক লোক এটিকে দেখতে আসে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস