০১নং ডাংধরা ইউনিয়ন টি কাউনিয়ারচর বাজারে অবস্থিত, এই ইউনিয়নে চারদিকে ৩০ কিঃ মিঃ পাকা রাস্তা আছে এবং কাচা রাস্তা ৬০ কিঃ মিঃ। এছাড়া এই ইউনিয়নে ব্রীজ ও কালভার্ট আছে। এই ইউনিয়নটি নদী নালা বেষ্ঠিত, জিঞ্জিরাম নদীর উপর বড় সেতু আছে। জামালপুর জেলা হতে ট্রেনের মাধ্যমে দেওয়ানগঞ্জ উপজেলায় এসে সিএজির মাধ্যমে সড়ক পথে সানন্দবাড়ী হয়ে ডাংধরা ইউনিয়নে আসা যায় এবং জামালপুর জেলা হতে বাসে সড়ক পথে বকসীগঞ্জ উপজেলা মধ্য দিয়ে জিঞ্জিরাম সেতু হয়ে ডাংধরা ইউনিয়নে আসা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস